সমাজ থেকে অন্যায়, অবিচার ও কুসংস্কার দুর করে সমৃদ্ধ ও অহিংস সমাজ গড়ে তুলতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ।
সকালে বঙ্গভবনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহবান জানান।
এসময় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং তাঁর পত্নী রাশিদা খানম হিন্দু ধর্মাবলম্বীদের সম্মানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন।
রাষ্ট্রপতি আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
রাষ্ট্রপতির পরিবারের সদস্য এবং রাষ্ট্রপতির সচিবগন এসময় উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদের সদস্য, হিন্দু ধর্মীয় গুরু, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিচারক, সাংবাদিক ও পদস্থ সরকারি কর্মকর্তাসহ হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগদেন। পরে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।