মেয়াদ শেষ হলে পৌরসভার মেয়র, কমিশনারদের দায়িত্ব ছেড়ে দেয়ার বিধান রেখে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন আইন- ২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন।সচিবালয়ের কেবিনেট কক্ষ থেকে বৈঠকে অংশ নেন মন্ত্রিসভার সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিববৃন্দ।বৈঠকে CHITTAGONG DIVISION DEVELOPMENT BOARD ORDINANCE 1976 রহিতকরণ আইন- ২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এছাড়া অত্যাবশ্যক পরিষেবা আইন- ২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।বৈঠকে জবরদস্তি শ্রম সম্পর্কিত আইএলও কনভেনশন ১৯৩০ এর প্রটোকল ২৯ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।তিনি বলেন, চলতি মাসে সকল বিশ্ববিদ্যালয় খুলে দেয়া সম্ভব হবে বলে মন্ত্রিসভাকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৮ বছরের কম বয়সীদের করোনার টিকা দেয়া যায় কিনা তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।