Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ফেব্রুয়ারি ২০২০

আজ পহেলা ফাল্গুন।বসন্ত বরণে সারাদেশে নানা আয়োজন


প্রকাশন তারিখ : 2020-02-14

   আজ পহেলা ফাল্গুন। প্রকৃতির দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। ক্যাম্পাস, সড়ক, পথঘাট, বইমেলা, পার্ক-উদ্যান-খোলা প্রাঙ্গণগুলোতে দেখা যাচ্ছে প্রাণোচ্ছ্বাসে ঋতুরাজ বসন্ত বরণের মুখরতা। বাসন্তীরাঙা বসন আর ফুলের শোভায় সেজে ঘর থেকে বেরিয়েছে তরুণ-তরুণীরা।  দিনটি আরো উপভোগ্য করে তুলতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গ্রহণ করেছে নানা কর্মসূচী।  পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে বেড়েছে ফুলের বেচা বিক্রিও। এদিকে বাংলা বর্ষপঞ্জিতে সংশোধনের কারণে এখন থেকে বাংলা ফাল্গুন মাসের প্রথম দিন ও ভালোবাসা দিবস একই দিনে পড়েছে। এযাবত ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে ফাল্গুন মাসের প্রথম দিন পালিত হতো, আর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব জুড়ে পালন করা হয় ভালোবাসা দিবস। তবে আজ থেকে দুটি দিবসই বাংলাদেশে একই দিনে পড়েছে। বাংলার বসন্তের সঙ্গে ভ্যালেন্টাইন ডে।