টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইতোমধ্যে ইজতেমা আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিরাও দলে দলে ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন। ইজতেমা ময়দানের ছামিয়ানার নিচে নিজ নিজ জেলার নির্ধারিত খেত্তায় অবস্থান নিচ্ছেন মুসল্লিরা। ১৫ই জানুয়ারি আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।এরপর ৪দিন বিরতি দিয়ে ২০শে জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীতে আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে। ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তায় পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট রয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কেও যানজট দেখা গেছে। তীব্র যানজটে নাকাল যাত্রীরা।