Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন আইন-২০১৯ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ৪ ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন


প্রকাশন তারিখ : 2019-09-09

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন  কর্পোরেশন আইন-২০১৯ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 বৈঠকে এসএমই নীতিমালা -২০১৯ এর খসড়ারও অনুমোদন দেয়া হয়। এছাড়া ৪ ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

 বৈঠকে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

   তিনি বলেন বাংলাদেশের মেয়েরা এখন খেলাধুলায় ভালো করছে।

  প্রধানমন্ত্রী বলেন এক সময় এদেশে মেয়েদের খেলাধুলার ক্ষেত্রে নানা প্রতিকূলতা ছিল।

    এখন আর সে অবস্থা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ এখন খেলাধুলাসহ সবদিক থেকেই এগিয়ে যাচ্ছে।

  শনিবার স্কটল্যান্ডের ডান্ডিতে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে থাইল্যান্ড নারী ক্রিকেট দলকে ৭০ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।

  বৈঠকে মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।