Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ নভেম্বর ২০১৯

আগামী কয়েক বছরে বাংলা চলচ্চিত্র বিশ্ববাজারে যেন স্থান করে নিতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার-তথ্যমন্ত্রী


প্রকাশন তারিখ : 2019-11-20

তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, সরকারের লক্ষ্য শুধু বাংলাদেশের চলচ্চিত্রকে স্বর্ণ যুগে ফিরিয়ে নেওয়া নয়, বরং আগামী কয়েক বছরে বাংলা চলচ্চিত্র বিশ্ববাজারে যেন স্থান করে নিতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার।

   আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

   এসময় চলচ্চিত্র সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে এ দেশে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সরকার চলচ্চিত্র শিল্পকে সুরক্ষা দিতে ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে।

   তিনি বলেন, এফডিসির আধুনিকায়নে ৩২২ কোটি টাকার প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

   এছাড়া গাজীপুরের কবিরপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে বিশ্বমানের ফিল্ম সিটিতে রূপান্তর করতে হাজার কোটি টাকার প্রকল্প প্রণয়ন করছে সরকার।

 

##