Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ডিসেম্বর ২০১৯

ফিলিপিন্সে টাইফুন ফানফোনে নিহত ১৩


প্রকাশন তারিখ : 2019-12-26
বড়দিনের মধ্যে ফিলিপিন্সের মধ্যাঞ্চলে আঘাত হানা টাইফুন ফানফোনে অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ঝড়ো বাতাস, ভারী বর্ষণ ও হঠাৎ বন্যা নিয়ে টাইফুনটি দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটিতে আঘাত হানে।

পরিস্থিতি মোকাবেলায় আগেই ঝড়টির পথে থাকা এলাকা থেকে ৫৮ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সতর্কতার অংশ হিসেবে বিভিন্ন বন্দরের অসংখ্য ফেরি চলাচলও বন্ধ করে দেয়া হয়; বাতিল হয় বিমানের কয়েক ডজন ফ্লাইট।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস ফানফোনে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছে।

ফিলিপিন্সের দুর্যোগ মোকাবেলার দায়িত্বে থাকা সংস্থা মধ্যাঞ্চলীয় কাপিজ, ইলোইলো ও লেইতে প্রদেশে হতাহতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে।