সরকারের সব প্রতিষ্ঠানে ই-ফাইলিং চালু করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘সরকারের অনেক মন্ত্রণালয়, অধিদপ্তরে ই-ফাইলিং নেই, এতে সরকারের সিদ্ধান্তগ্রহণ ধীরগতি হয়ে যায়, এ জায়গাটায় গতি আনার জন্য ফাইল যাতে ম্যানুয়ালি মুভ না হয়ে ই-ফাইলিং হয় সেটা দ্রুত করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন।’ সরকারের কাজের সমন্বয় সহজ ও দ্রুত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্রেস সচিব। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ই-ফাইলিং হলে দুর্নীতি কমে আসবে উল্লেখ করে তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন এস্তোনিয়ায় কীভাবে দুর্নীতি কমেছে সেটা বাংলাদেশের সঙ্গে শেয়ার করতে চেয়েছে। বাংলাদেশও বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়েছে।’ এর মাধ্যমে ফাইল মনিটরিং সহজ ও ট্র্যাকিং করা যাবে বলেও জানান তিনি। তৃতীয় পক্ষ দিয়ে সরকারের বড় বড় প্রকল্পের মূল্যায়ন করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশে যত বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে তার প্রত্যেকটার ব্যয় গড়ে ৭০ শতাংশ বেড়েছে।