Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ডিসেম্বর ২০২১

গৌরব ও ঐতিহ্যের ৫৭ বছর পেরিয়ে ৫৮ বছরে পদার্পণ করলো বাংলা ভাষার প্রথম টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন


প্রকাশন তারিখ : 2021-12-25

গৌরব ও ঐতিহ্যের ৫৭ বছর পেরিয়ে ৫৮ বছরে পদার্পন করলো বাংলা ভাষার প্রথম টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন।১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর  ঢাকার ডিআইটি ভবনে ক্ষুদ্র পরিসরে শুরু হয় ঢাকা টেলিভিশন স্টেশনের কার্যক্রম। ১৯৭১ সালের পর স্বাধীন বাংলাদেশে এটি আত্মপ্রকাশ করে এদেশের জাতীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন হিসেবে।দীর্ঘ ৫৭ বছরের পথ পরিক্রমায় বিটিভি বাঙালির সাংস্কৃতিক বিকাশসহ ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং জনপণের তথ্য ও বিনোদন দানে রেখেছে অনবদ্য ভূমিকা।বিটিভি’র ৫৮ বছরে পদার্পন উপলক্ষে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধারণকৃত শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী জাতিগঠনে বিটিভির গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরেন।এদিকে, ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে শুরু হয়েছে বিটিভির HD সম্প্রচার। সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। এছাড়াও তিনি এ উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু কর্ণার ও রঙ ও তুলিতে বঙ্গবন্ধু শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন।