মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ইরানকে কঠোর ভাষায় হুঁশিয়ার করে বলেছেন, আমেরিকার স্বার্থসংশ্লিষ্ট যে কোন জায়গায় তেহরান হামলা চালালে সেটি তাদের পতন ডেকে আনবে। খবর এএফপি’র।
ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, ‘ইরান যুদ্ধ করতে চাইলে তা হবে তেহরানের আনুষ্ঠানিক পতন। যুক্তরাষ্ট্র কখনো দ্বিতীয়বার হুমকি দেয় না।’
ইরানের হামলার হুমকির কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে একটি স্ট্রাইক ক্যারিয়ার গ্রুপ এবং বি-৫২ যুদ্ধবিমান মোতায়েন করায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তবে ইরানের এই কথিত হুমকির ব্যাপারে যুক্তরাষ্ট্রের বাইরে ব্যাপক সংশয় রয়েছে।
ওয়াশিংটনের চির শত্রু ইরানকে কঠোর হাতে কিভাবে দমন করা যায়, সে ব্যাপারে ট্রাম্পের মন্ত্রিপরিষদের ব্যস্ততা নিয়ে মার্কিন সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশের প্রেক্ষাপটে হোয়াইট হাউস সাম্প্রতিক দিনগুলোতে মিশ্র ইঙ্গিত দিয়ে আসছে।