বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ১৪ অক্টোবরের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে দুই দিন আন্দোলন শিথিলের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ১৩ ও ১৪ অক্টোবর আন্দোলন কর্মসূচি শিথিল থাকবে। এর ফলে ১৪ অক্টোবর নির্ধারিত তারিখে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ বেলা আড়াইটার দিকে বুয়েটের শহীদ মিনারের সমাবেশ থেকে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে, আবরার হত্যাকারীদের আজীবন বহিস্কারসহ শিক্ষার্থীদের দাবী অনুযায়ী নোটিশ জারী করেছে বুয়েট প্রশাসন। নোটিশে বলা হয়েছে, অবৈধ ছাত্রদের ছিট বাতিল করা, নির্যাতন বন্ধে সক্রিয় থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া হলগুলো সিসিটিভির নজরদারীতে থাকবে।