দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নিতে যাচ্ছে এতদিন বিএনপির সঙ্গে আন্দোলন করে আসা বাংলাদেশ কল্যাণ পার্টি। এজন্য তিনটি নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠন করা হয়েছে যুক্তফ্রন্ট নামের নতুন জোট।জোটের মধ্যে থাকা দলগুলো হলো- বাংলাদেশ কল্যাণ পার্টি (হাতঘড়ি প্রতীক), বাংলাদেশ মুসলীম লীগ- বিএমএল (হাতপাঞ্জা), বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল প্রতীক)। আজ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটে।সংবাদ সম্মেলনে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীর প্রতীক নতুন জোট গঠনের ঘোষণা দিয়ে জোটগতভাবে আসন্ন জাতীয় নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার কথা জানান।