Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জানুয়ারি ২০২৫

তুরস্কে স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জন নিহত


প্রকাশন তারিখ : 2025-01-21

তুরস্কের একটি জনপ্রিয় স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ৫১ জন। দেশটির বোলু প্রদেশের কারতালকায়া শহরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় টেলিভিশন চ্যানেল টিআরটিকে দেওয়া সাক্ষাৎকারে বোলু প্রদেশের গভর্নর আবদুলআজিজ আইদিন জানান, স্থানীয় সময়  সোমবার রাত সাড়ে তিনটার দিকে ১১ তলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। সেখানে রেস্তোরাঁ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া। এ সময় তিনি সাংবাদিকদের জানান, আগুনে ৬৬ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির মালিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তুরস্কের আইনমন্ত্রী ইয়েলমাজ তাঙ্ক জানিয়েছেন। বোলু প্রদেশের চিফ পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এ ঘটনার তদন্ত শুরু করেছে। ইয়েলমাজ তাঙ্ক আরও জানান, ছয়জন পাবলিক প্রসিকিউটরকে এ ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, একটি বিশেষজ্ঞ দল অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে।