পদ্মা সেতুর ২২তম স্প্যান আজ বসানো হয়েছে। ১৫০ মিটার দৈর্ঘ্যরে স্প্যানটি বসে এখন সেতুর ৩৩শ’ মিটার দৃশ্যমান হয়েছে।
‘১ই’ নম্বরের ২২তম স্প্যানটি সেতুর মাওয়া প্রান্তের ৫ ও ৬ নম্বর পিয়ারের উপর বসানো হয়।
সকাল ৯টার দিকে কুমারভোগ স্প্যানটি ইয়ার্ড থেকে রওনা হয়। ভাসমান ক্রেনবাহী জাহাজ এটিকে খুঁটির কাছে নিয়ে যায়। ইয়ার্ড থেকে এই খুঁটির দূরত্ব ছিল কম। তাই অল্প সময়েই স্প্যানটি বসানো সম্ভব হয়েছে। এ মাসে আরও একটি স্প্যান বসার কথা রয়েছে।
৬ দশমিক ১৫ কিলোমিটার এই সেতুতে থাকবে মোট ৪২টি পিয়ার। এরমধ্যে ৩৬টি পিয়ার সম্পন্ন হয়েছে। সেতুতে মোট ৪১টি স্প্যান বসবে। যার ২২টি বসে গেছে। আগামী জুলাইয়ে সব স্প্যান বসে যাওয়ার কথা রয়েছে।