Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ সেপ্টেম্বর ২০২১

আগামী বছর বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হবে : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের


প্রকাশন তারিখ : 2021-09-05

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আগামী বছর বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হবে। তিনি আজ সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বশেষ অগ্রগতি পরিদর্শকালে একথা বলেন।এসময় সেতু বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দিক ও প্রকল্প পরিচালক এ এইচ এম এস আখতার উপস্থিত ছিলেন।প্রকল্পের রুট সমূহ হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা- কুড়িল- বনানী-মহাখালী- তেজগাঁও- মগবাজার - কমলাপুর- সায়েদাবাদ- যাত্রাবাড়ী ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত জানিয়ে সেতুমন্ত্রী বলেন প্রকল্পটি মোট তিন ধাপে নির্মিত হবে। মন্ত্রী বলেন, র‌্যাম্পসহ এলিভেডেট এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ৪৬ দশমিক সাত তিন কিলোমিটার।