Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ August ২০১৯

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর আব্দুস সামাদ ওরফে ফিরোজ খাঁ’র ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল


প্রকাশন তারিখ : 2019-08-27
   একাত্তরে মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার দায়ে রাজশাহীর আব্দুস সামাদ  ওরফে ফিরোজ খাঁর ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

  বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ আসামির উপস্থিতিতে এ  রায় ঘোষণা করে

  ফিরোজ খাঁ স্বাধীনতাযুদ্ধের সময় জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং স্থানীয় রাজাকার বাহিনীর সদস্য হিসেবে রাজশাহী পুঠিয়ার গ্রামে গ্রামে হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগের মত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন।

  ১৭৪ পৃষ্ঠার রায়ে আদালত বলেছে, আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনা চারটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। প্রতিটি অভিযোগেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।