Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ ফেব্রুয়ারি ২০২২

ভাসানচরে পৌঁছেছে আরো ১ হাজার ৯০৪ জন রোহিঙ্গা


প্রকাশন তারিখ : 2022-02-17

 ভাসানচরের পৌঁছেছে আরো ১৯০৪ রোহিঙ্গা শরণার্থী। এর আগে চট্টগ্রাম নৌ বাহিনীর জেটি ঘাট থেকে নৌবাহিনীর আটটি জাহাজ মোট ১ হাজার ৯০৪ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসানচরের উদ্দেশে রওয়ানা হয়। আট জাহাজের দুইটিতে রোহিঙ্গাদের নিত্য ব্যবহার্য মালপত্র এবং ছয়টিতে মানুষ পরিবহন করা হয়। নৌ বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ মোজাম্মেল হক  সকাল ৯ টা ৫২ মিনিটে প্রথম জাহাজকে বিদায় জানানোর মধ্য দিয়ে এ পর্বের প্রত্যাবাসন কার্যক্রম শুরু হয়। রোহিঙ্গাবাহী জাহাজগুলো দুপুরে  ভাসানচর পৌঁছায় ।গতকাল বুধবার, কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছার পর তাদের পতেঙ্গা শাহীন কলেজ মাঠে রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়। সকাল থেকে পর্যায়ক্রমে ও শৃঙ্খলার সাথে তাদের জাহাজে তুলে দেয়া হয়।