চারদিনের সরকারি সফর শেষে আজ ঢাকা ত্যাগ করেছেন ভূটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং।
সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভূটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে.আবদুল মোমেন।
এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।
ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের ঢাকা সফরকালে স্বাস্থ্য, কৃষি, নৌ-পরিবহণ, পর্যটন ও জনপ্রশাসনের প্রশিক্ষণের ক্ষেত্রে সহযোগীতা বৃদ্ধির জন্য দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়।
সফরকালে লোটে শেরিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেন। রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করেন তিনি।
এছাড়া ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং তাঁর শিক্ষাজীবনের স্মৃতি বিজড়িত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।