ওয়াশিংটন সফর শেষে আজ লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিান। সেখানে ৬ই মে যুক্তরাজ্য ও অন্যান্য কমনওয়েলথ অঞ্চলের রাজা ও রানী হিসেবে তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে প্রধানমন্ত্রীর লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগের কথা রয়েছে।লন্ডনে অবস্থানকালে নির্ধারিত কর্মসূচি ছাড়াও শেখ হাসিনা কমনওয়েলথ নেতাদের একটি অনুষ্ঠান, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠান ও যুক্তরাজ্য প্রবাসীদের নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।এর আগে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গত ২৮শে এপ্রিল ওয়াশিংটন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিন দেশে দুসপ্তাহ সফরের প্রথম ভাগে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে টোকিও’ সফর করেন প্রধানমন্ত্রী।লন্ডনে নির্ধারিত কর্মসূচিতে যোগদান শেষে ৯ই মে তাঁর ঢাকা ফেরার কথা রয়েছে।