তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে তার আবেদনের আাগে আইন ও বিধি অনুযায়ী বিবেচনার কোন সুযোগ নেই।
আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ আয়োজিত যুব সম্মেলন ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
পিকেএসএফ এর চেয়ারম্যান ডক্টর কাজী খলীকুজ্জামান আহমদ এর সভাপতিত্বে সম্মেলনে ব্যাবস্থাপনা পরিচালক মো আবদুল করিম বক্তব্য রাখেন।
খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যকে অবান্তর উল্লেখ করে তথ্য মন্ত্রী বলেন, প্যারোলে মুক্তির বিষয়ে প্রথমে বেগম জিয়াকে আবেদন করতে হবে। আবেদনটি বিবেচিত হবে কী হবে না, সেটি সরকার সিদ্ধান্ত নেবে।
খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, খালেদা জিয়া যেখানে নিজে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্ট এবং তিনি আগের চেয়ে সুস্থ অনুভব করছেন, সেখানে বিএনপি নেতাদের এই নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই।