সৌদি সরকার বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ব্যাপক বাণিজ্য সম্ভাবনা খতিয়ে দেখার কাজ করছে এবং সৌদি আরব বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতেও আগ্রহী।
সৌদি আরবের দু’জন মন্ত্রীর নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহের কথা জানান। সৌদি মন্ত্রীদ্বয় হচ্ছেন যথাক্রমে- বাণিজ্য ও পরিকল্পনা মন্ত্রী ড. মজিদ বিন আব্দুল্লাহ আল কোসাইবি এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ বিন মজিদ আল তাউজরি।
প্রতিনিধি দলটি জানায়, বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে এবং এ দলটি সম্ভাবনাগুলোর বাস্তবায়নে যথাযথভাবে কাজ করে যাচ্ছে।