Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ফেব্রুয়ারি ২০২২

শিগগিরই সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ


প্রকাশন তারিখ : 2022-02-15

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, খুব শিগগিরই সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করা হবে। তিনি আজ রাজধানীর প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী সরকারের ইতিবাচক কাজগুলোকে জনগণের সামনে তুলে ধরার জন্য সাংবাদিকদের আহ্বান জানান।বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিআইবি'র মহাপরিচালক জাফর ওয়াজেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন - বিএফইউজে'র সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সিনিয়র সাংবাদিক কাশেম হুমায়ুন। ২০২১-২২ অর্থ বছরের প্রথম ধাপের বরাদ্দে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কল্যাণ অনুদান হিসেবে সারাদেশের ৩০৪ জন সাংবাদিকের জন্য ২ কোটি ৭৬ লাখ টাকা বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে এ অনুষ্ঠানে ঢাকা জেলার ১২৪ জন সাংবাদিকদের মাঝে ২ কোটি ৯ লাখ টাকার চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।পাশাপাশি এদিন করোনা অনুদানের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে সারাদেশের ৫৩০ জন সাংবাদিকের মাঝে ৫৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।