Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জানুয়ারি ২০২৫

বাংলাদেশকে গণতন্ত্র উত্তরণে সহায়তা করতে প্রস্তুত জার্মানি- বললেন জার্মান চ্যান্সেলর


প্রকাশন তারিখ : 2025-01-21

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে সাইডলাইন বৈঠক হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বৈঠকে এই দুই নেতা জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা ওলাফ শলৎজকে সংস্কার কমিশনসহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে সর্বোচ্চ চেষ্টা করব। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনগুলোর দেয়া প্রতিবেদনের ওপর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তুলতে একটি কমিশন কাজ করছে। ঐকমত্য প্রতিষ্ঠার পর রাজনৈতিক দলগুলো একটি জুলাই সনদে স্বাক্ষর করবে। যা জুলাই ও আগস্ট আন্দোলনের চেতনাকে ধারণ করবে। বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে আরও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরিতে জার্মান চ্যান্সেলরের সমর্থনও চান তিনি। বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে গিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৫ মিনিটে তিনি দেশটিতে পৌঁছান। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের আবাসিক প্রতিনিধি তারেক মো. আরিফুল আলম এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এই সফরে প্রধান উপদেষ্টা ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পায়েংটার্ন শিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, মেটাতে গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল ড. অ্যাগনেস ক্যালামার্ড এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-আইওয়ালার সঙ্গেও বৈঠকে মিলিত হবেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে। চার দিনের সফর শেষে আগামী ২৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।