Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ অক্টোবর ২০২০

কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয়ে উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশ্ব ব্যাংকের ১২ বিলিয়ন ডলার অনুমোদন


প্রকাশন তারিখ : 2020-10-14

বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালনা বোর্ড কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয়, পরীক্ষা ও বিতরনে সহায়তা প্রদানে উন্নয়নশীল দেশ সমূহের নাগরিকদের জন্য ১২ বিলিয়ন ডলার অনুমোদন করেছে।
উন্নয়নশীল দেশসমূহে কোভিড-১৯ সংক্রমন বিস্তার রোধে সহায়তা প্রদানে ২০২১ সালের জুনের মধ্যে ১৬০ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদানে বিশ্ব ব্যাংক গ্রুপ প্যাকেজের অংশ হিসাবে একশ’ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে এই অর্থ সহায়তা দেয়া হচ্ছে। বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১১টি দেশে নেয়া বিশ্ব ব্যাংকের জরুরী কোভিড-১৯ কর্মসূচীর অংশ হিসাবে এই অর্থ অনুমোদন দেয়া হলো। উন্নয়নশীল দেশ সমূহে নাগরিকদের নিরাপত্তা এবং একটি কার্যকর ভ্যাকসিনের প্রয়োজন মেটাতে গবেষনা কাজ ও ওষুধ শিল্পে সহায়তা দিতে এই অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।