Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd এপ্রিল ২০১৯

ব্রেক্সিট ইস্যু নিয়ে অচলাবস্থা কাটেনি। সমাধানের পথ খঁজতে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী টেরিজা মে।


প্রকাশন তারিখ : 2019-04-02

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে সরে আসা সংক্রান্ত ব্রেক্সিট প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপের  বিষয়ে উত্থাপিত প্রস্তাবে সম্মত হতে আবারও ব্যর্থ হয়েছে দেশটির পার্লামেন্ট সদস্যরা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-র ব্রেক্সিট পরিকল্পনা বিকল্প চারটি প্রস্তাবের কোনটিই গতকাল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

আর এই পরিপ্রেক্ষিতে হতাশ হয়ে পদত্যাগ করেছেন বৃটিশ কনভারজেটি পার্টির একজন সংসদ সদস্য।

এদিকে ব্রেক্সিট ইস্যুতে পরবর্তী করণীয় ঠিক করতে মন্ত্রী পরিষদের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী থেরেসা মে।

  তাছাড়া ব্রিটিশ  পার্লামেন্ট সদস্যদের সামনে ব্রেক্সিট পরিকল্পনা আবারও উপস্থাপন করা হবে কি-না মন্ত্রীপরিষদের বৈঠকে সে ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হবে।

 ১২ এপ্রিলের মধ্যে যুক্তরাজ্যকে সিদ্ধান্ত নিতে হবে দেশটি ব্রেক্সিট ইস্যুতে আরো দীর্ঘ সময় চাইবে না কি কোন চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে সরে আসবে।