তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, মার্কিন কর্মকর্তাদের বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় করার বার্তাই বহন করে। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ প্রেস ইনিস্টিউট- পিআইবি থেকে প্রকাশিত “পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি- সংবাদপত্রে প্রতিফলন” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।চট্টগ্রাম থেকে বিএনপির এক দফা আন্দোলন শুরু প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব ডক্টর হাছান মাহমুদ বলেন, সেই আন্দোলন চট্টগ্রামেই শেষ হয় কিনা সেটাই দেখার বিষয়।সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, বিদেশিদের হাতে-পায়ে না ধরে কোন নালিশ থাকলে তা জনগণের কাছে বলা উচিত- বিএনপি'র।অনুষ্ঠানে প্রেস ইনিস্টিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ এবং বইটির সংকলক ও গবেষক পপি দেবি থাপা উপস্থিত ছিলেন।