Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ডিসেম্বর ২০২১

ঝালকাঠিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালালকে গ্রেফতার করেছে র‌্যাব


প্রকাশন তারিখ : 2021-12-27

ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখকে গ্রেফতার করেছে র‌্যাব।  আজ সকালে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাব জানায়। লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় মামলা হওয়ার পর এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন হামজালাল। এদিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কোস্টগার্ডের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।   নিখোঁজদের সন্ধানে আজ চতুর্থ দিনে সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। নিখোঁজ যাত্রীদের স্বজনরাও নদীর দুই তীরের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন।  সকালে সুগন্ধা নদীর পাশে বিষখালী নদী থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। লোকজন ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশটি উদ্ধার করে।  অন্যদিকে, ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ “এমভি অভিযান-১০” এর অগ্নিকান্ডের ঘটনায় নিখোঁজদের তালিকা তৈরির জন্য পুলিশ বিভাগ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। তালিকায় ৪০ জনের নাম অন্তর্ভূক্ত হয়েছে। এছাড়া যাত্রীবাহী লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় গঠিত তদন্ত টিমের তদন্ত কাজ অব্যাহত রয়েছে।