নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর শুরু হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সড়ক পরিবহন আইন-২০১৮এর প্রয়োগ বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মো: মনিরুল ইসলাম. কৃষ্ণপদ রায়, আব্দুল বাতেন ও মো. মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
তিনি বলেন, নতুন এই আইনের অন্যতম বৈশিষ্ট্য সাজার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। ফলে সবার মধ্যে আইন মানার প্রবণতা বৃদ্ধি পাবে। উন্নত বিশ্বের মতো আইন ভঙ্গের জন্য পয়েন্ট কাটার সিস্টেম করা হয়েছে। এতে ট্রাফিক ব্যবস্থা আরো উন্নত হবে। এ আইনের সরাসরি প্রয়োগ আগামী সপ্তাহ থেকে শুরু হবে।