Wellcome to National Portal
  • btv 2-2
  • btv 3-2
  • 2024-12-31-08-41-daa79703d180d2d6e0a493b1a18e21fb
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ফেব্রুয়ারি ২০১৯

সংসদের সংরক্ষিত মহিলা আসনে ৪৯ জন শপথ নিয়েছেন


প্রকাশন তারিখ : 2019-02-20

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা মহিলা আসনে ৪৯ জন আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আজ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন শারমিন চৌধুরী আজ তাদের শপথ বাক্য পাঠ করান। সংসদ ভবনের নিচ তলায় শপথ কক্ষে তাদের শপথ পাঠ করানো হয়। সংসদ সচিবালয়ের সচিব আ ই ম গোলাম কিবরিয়া শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

প্রথমে আওয়ামী লীগের ৪৩ জন সংসদ সদস্য শপথ নেন। এরপর জাতীয় পার্টির ৪ জন, পরে ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে একজন আলাদা আলাদাভাবে শপথ নেন। শপথ শেষে নতুন সংসদ সদস্যরা সচিবের কার্যালয়ের রাখা খাতায় স্বাক্ষর করেন এবং একসঙ্গে তাদের ছবি তোলা হয়। এছাড়া নারী এমপিদের আইডি কার্ড দেয়ার জন্য পৃথক পৃথকভাবে তাদের ছবি তোলা হয়। রোববার সংরক্ষিত মহিলা সংসদ সদস্যদের নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।