প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।স্হানীয় সময় সকালে কাতারের FAIRMORT & RAFFLES TOWER HOTEL এ কাতার ইকোনমিক ফোরামে আয়োজিত "প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ" শীর্ষক এক অনুষ্ঠানে তিনি কথা বলেন।শেখ হাসিনা বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন। বিশেষ করে ৭৫ এর ১৫ই আগস্ট এর পর বাংলাদেশে নির্বাচন নিয়ে অনেক খেলা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের জনগণই সিদ্ধান্ত নিবে আগামী নির্বাচনের মাধ্যমে কোন দল রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং দেশ পরিচালনা করবে।তার দল দেশের রাষ্ট্রক্ষমতা আঁকড়ে থাকতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার লক্ষ্য হচ্ছে দেশের জনগণের সেবা করা এবং বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করা।আই এম এফ এর ঋণের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন সংস্থাটি তাদেরকেই ঋণ দেয় যারা পরিশোধ করার সক্ষমতা রাখে। তিনি বলেন বাংলাদেশ এই ঋণ কাজে লাগাবে এবং পরিশোধও করতে পারবে।