Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মার্চ ২০২৩

পবিত্র রমজান মাস উপলক্ষে টিসিবি'র নিত্যপণ্য বিক্রি শুরু


প্রকাশন তারিখ : 2023-03-09

পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি।নিম্ন আয়ের ১ কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে রমজানে দুই পর্বে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। আজ রাজধানীর তেজাগাঁও এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সারাদেশে নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারকে ভর্তুকী মূল্যে নিত্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি।প্রথম ধাপে আজ থেকে ৩০ মার্চ পর্যন্ত  চিনি, মশুরডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর  এই পাঁচটি পণ্য পাওয়া যাবে। দ্বিতীয় ধাপে ১লা এপ্রিল থেকে ১৫ ই এপ্রিল পর্যন্ত তেল, ডাল ও চিনি ভর্তুকী মূল্যে  পাওয়া যাবে।এক কেজি চিনি ৬০ টাকা, মসুর ডাল ৭০ টাকা দরে দুই কেজি, সয়াবিন তেল ১১০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার, ছোলা ৫০ টাকা দরে এক কেজি এবং শুধু মাত্র ঢাকা শহরের জন্য ১০০ টাকা দরে সর্বোচ্চ এক কেজি খেজুর ক্রেতারা কিনতে পারছেন।