Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯

সিটি নির্বাচনে সব দল অংশ গ্রহণ না করলে নির্বাচন কমিশনের কিছু করার নেই,তবে নির্বাচন প্রতিযোগিতামূলক হবে -সিইসি


প্রকাশন তারিখ : 2019-02-18

   আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন  নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে.এম নূরুল হুদা।

   আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় তিনি এ নির্দেশ দেন।

   সভায় সশস্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহা-পুলিশ পরিদর্শক, র‌্যাব মহাপরিচালক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

   প্রধান নির্বাচন কমিশনার বলেন, সব দল নির্বাচনে অংশ গ্রহণ না করলে নির্বাচন কমিশনের কিছু করার নেই। তবে সব দল অংশ নিলে নির্বাচন প্রতিযোগিতামূলক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

   তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সুষ্ঠু ও নিরপেক্ষ। উপজেলা ও সিটি কর্পোরেশন নির্বাচনেও একই পরিবেশ বজায় থাকবে বলে জানান তিনি।