সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে যারা আপত্তি তোলেন তাদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেন ৭০ অনুচ্ছেদ বাংলাদেশে সরকারের স্থায়িত্বের সুযোগ এনে দিয়েছে।তিনি বলেন এই অনুচ্ছেদ গণতন্ত্রকে সুসহংত করতে সুরক্ষা দেয়।যার সুফল জনগণ পেতে পারে।দুপুরে জাতীয় সংসদের সূবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।ভাত-মাছ মাংসে স্বাধীনতা চায় শিশুকে টাকা দিয়ে সংবাদে প্রচার করায় প্রথম আলো পত্রিকার সমালোচনা করেন প্রধানমন্ত্রী।প্রথম আলো নাম হলেও তারা অন্ধকারে বাস করে বলে মন্ত্রব্য করেন শেখ হাসিনা।প্রথম আলোকে দেশের শত্রু বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন তারা দেশের স্থিতিশীলতা চায়না।