Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ অক্টোবর ২০১৯

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বিদেশি অবৈধ ডিটিএইচ সংযোগ সরিয়ে না নেয়া হলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে-তথ্যমন্ত্রী


প্রকাশন তারিখ : 2019-10-17

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বিদেশি অবৈধ ডিরেক্ট টু হোম-ডিটিএইচ সংযোগ সরিয়ে না নেয়া হলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

  আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতির আওতাভুক্ত করার লক্ষ্যে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান।

  সভায় তথ্য সচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন।

     তথ্যমন্ত্রী বলেন, সম্প্রচার সেক্টরে অনিয়ম দূর করতে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী টেলিভিশন চ্যানেলগুলো প্রদর্শন, বিদেশি চ্যানেলে বাংলাদেশী পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করাসহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার।

  বিদেশি কোন ডিটিএইচ সরকার অনুমোদন দেয়নি উল্লেখ করে তথ্য মন্ত্রী বলেন, অবৈধ এসব ডিটিএইচ সংযোগের মাধ্যমে দেশ থেকে বছরে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা হুন্ডির মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে।

  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রী বলেন, ঐক্যফ্রন্টের মধ্যে প্রচন্ড অনৈক্য। আবরার হত্যা নিয়ে তারা ঐকবদ্ধ হওয়ার চেষ্টা করছে।

  ঐক্যফ্রন্টের সভা আবরার হত্যাকান্ডের প্রতিবাদের জন্য নয়, বরং রাজনীতি করার স্বার্থে এটি করার চেষ্টা করছে। যে ইস্যু সমাধান হয়ে গেছে, সেই ইস্যু নিয়ে ঐক্যফ্রন্ট মাঠে নেমে হালে পানি পাবে না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।