মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরাকে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতার নিন্দা জানিয়েছেন। তিনি আইন-শৃংখলা রক্ষার দায়িত্ব পালনকালে সর্বোচ্চ সংযম দেখাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানায়।
ওই দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ইরাকি প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদির দৃষ্টি আকর্ষণ করে পম্পেও ইরাকে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিগত কয়েক দিনের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন এবং কোন বিক্ষোভ চলাকালে আইন-শৃংখলা রক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ সংযম প্রদর্শনে ইরাক সরকারের প্রতি আহ্বান জানান।