Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ এপ্রিল ২০২০

দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪১


প্রকাশন তারিখ : 2020-04-07

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে দেশে আরও ৫ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। এ সময়ে দেশে আরও ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়ালো ১৬৪ জনে।
রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের(আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ ও পরিচালক (এমআইএস) ডা. মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
গত ২৪ ঘন্টায় সারাদেশের ৭৯২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে উল্লেখ করে ডা. ফ্লোরা জানান, করোনায় নতুন আক্রান্ত ৪১ জনের মধ্যে ২০ জন ঢাকার বিভিন্ন এলাকার এবং ১৫ জন নারায়ণগঞ্জের। বাকিদের মধ্যে কুমিল্লার ১ জন, কেরানীগঞ্জের ১ জন ও চট্টগ্রামের ১ জন রয়েছেন। এদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৩ জন নারী। তাদের বয়স ১০ বছরের নীচে ১ জন, ১১ থেকে ২০ বছরের ৪ জন, ২১ থেকে ৩০ বছরের ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের ৭ জন এবং ষাটোর্ধ ৫ জন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারী ৫ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী। এদের মধ্যে ঢাকার ২ জন এবং ঢাকার বাইরের ৩ জন। তাদের বয়স ৪১ থেকে ৫০ বছরের ১ জন, ৫০ থেকে ৬০ বছরের ২ জন এবং ষাটোর্ধ ২ জন।
ডা. আবুল কালাম আজাদ জানান, ‘অন্যান্য দিন এই অনুষ্ঠানকে আইইডিসিআরের অনলাইন প্রেস ব্রিফিং বলা হলেও এটিকে এখন থেকে দৈনন্দিন হেলথ বুলেটিন বলবো আমরা। এখন থেকে আর গণমাধ্যমকর্মীদের কাছ থেকে কোনো প্রশ্ন গ্রহণ বা উত্তর দেয়া হবে না।’
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬০৬ জনকে হোম কোয়ারেন্টাইনে এবং ৩২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।