৭ হাজার ৩শ’ ১২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। আজ রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয়।সভার শুরুতে ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত একনেক সভায় প্রধানমন্ত্রীর অনুশাসনসমূহ সংকলিত একটি বই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান। আজকের একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো:যশোর পালবাড়ী-দড়াটানা-মনিহার-মুড়ালী জাতীয় মহাসড়কের মনিহার হতে মুড়ালী পর্যন্ত ৪-লেনে উন্নীতকরণ প্রকল্প, বগুড়া-সারিয়াকান্দি জেলা মহাসড়ক উন্নয়ন এবং বাঙালী নদীর উপর আড়িয়ারঘাট সেতু নির্মাণ প্রকল্প, মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণসহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, ফেনী আলোকদিয়া-ভালুকিয়া-লস্করহাট-ছাগলনাইয়া জেলা মহাসড়কটি যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প,নাটোর রোড হতে রাজশাহী বাইপাস পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প এবং ঢাকা এবং পশ্চিমাঞ্চলীয় গ্রীড সঞ্চালন ব্যবস্থা সম্প্রসারণ প্রকল্প।সভায় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, পরিকল্পনা কমিশনের সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।একনেক সভাশেষে পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান সাংবাদিকদের ব্রীফ করেন।তিনি জানান, সভায় অনুমোদিত ৬টি প্রকল্পের মধ্যে ৫টি নতুন ও একটি সংশোধিত।পরিকল্পনা মন্ত্রী জানান, ৬টি প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন হবে ২ হাজার ৭শ’ ৭৮ কোটি ৫৬ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩শ’ ২১ কোটি ৬৯ লাখ টাকা এবং বৈদেশি ঋণ থেকে ৪ হাজার ২শ’ ১২ কোটি ৩০ লাখ টাকা পাওয়া যাবে।