দেশের প্রতিটি বিভাগীয় শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্পসহ ৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
আজ রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয়।
বিভাগীয় শহরগুলোতে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্পে ব্যয় হবে দুই হাজার ৩শ’ ৮৮ কোটি ৪০ লাখ টাকা। আর ৮টি প্রকল্পে সর্বমোট ব্যয় হবে আট হাজার ৯শ’ ৬৮ কোটি ৮ লাখ টাকা।
সভায় ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের স্মৃতির উদ্দেশ্যে প্রবর্তিত ‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড’-২০১৯ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।
সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো:
ময়মনসিংহ রঘুরামপুর-ফুলপুর-নকলা-শেরপুর আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প, রাজশাহী-নওহাটা-চৌমাসিয়া সড়কের বিন্দুর মোড় হতে বিমান বন্দর হয়ে নওহাটা ব্রীজ পর্যন্ত ৪-লেনে উন্নীতকরণ প্রকল্প, রাজশাহী মহানগরীর উপশহর মোড় হতে সোনাদিঘী মোড় এবং মালোপাড়া মোড় হতে সাগরপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প, আশ্রয়ণ-২ শীর্ষক প্রকল্প, জুনোসিস এবং আন্তঃসীমান্তীয় প্রাণিরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গবেষণা প্রকল্প,
স্ট্রেংদেনিং মনিটরিং এন্ড ইভালুয়েশন ক্যাপাবিলিটিজ অব আইএমইডি প্রকল্প এবং ভারতের ঝাড়খন্ড হতে বাংলাদেশে বিদ্যুৎ আমদানী করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর থেকে মনাকষা সীমান্ত পর্যন্ত ৪০০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্প।
সভায় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, পরিকল্পনা কমিশনের সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
একনেক সভাশেষে পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান সাংবাদিকদের ব্রীফ করেন।
তিনি জানান, সভায় অনুমোদিত ৮টি প্রকল্পের মধ্যে ৫টি নতুন ও ৩টি সংশোধিত।
পরিকল্পনা মন্ত্রী আরো জানান, ৮টি প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন হবে ৮ হাজার ৯শ’ ৫২কোটি ৫৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৫ কোটি ৪৯ লাখ টাকা পাওয়া যাবে।