শ্রীলংকায় খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালনকালে তিনটি গির্জা ও তিনটি হোটেলে আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ হয়েছে। বুধবার দেশটির পুলিশ একথা জানিয়েছে।জিহাদি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে। তবে শ্রীলংকার সরকার এই ঘটনার সঙ্গে স্থানীয় চরমপন্থী সংগঠন ন্যাশনাল তাওহিদ জামা’আত এর সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলা চালাতে সংগঠনটি ‘আন্তর্জাতিক’ জঙ্গিদের সহায়তা পেতে পারে।