Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জুন ২০১৯

ভার্জিনিয়ায় সরকারি ভবনে বন্দুকধারীর হামলায় ১২ জন নিহত


প্রকাশন তারিখ : 2019-06-01

 যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে শুক্রবার একটি সরকারি ভবন প্রাঙ্গণে পৌরসভার এক কর্মী নির্বিচারে গুলি চালিয়েছে। এতে ১২ জন নিহত ও অন্তত আরো চার জন আহত হয়েছে।
এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গুলি বিনিময়ে হামলাকারীও নিহত হয়।
ভার্জিনিয়া বিচ পুলিশ প্রধান জেমস সার্ভেরা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ঘটনাস্থলকে যুদ্ধক্ষেত্র বলা যেতে পারে।’
তিনি আরো বলেন, স্থানীয় সময় বিকেল চারটার পর এই ঘটনা ঘটে।
বন্দুকধারী ভার্জিনিয়া বিচ মিউনিসিপাল কমপ্লেক্সের একটি ভবনে ঢুকেই নির্বিচারে গুলি চালাতে থাকে।একজন তার গাড়ির বাইরে নিহত হন। অন্যান্যদের লাশ ভবনের তিনটি পৃথক তলায় পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানায়, এই ঘটনায় ১২ জন নিহত ও চার জন আহত হয়েছে।