জার্মানির জাতীয় নির্বাচনে ফ্রিডরিশ মেৎর্স-এর নেতৃত্বাধীন রক্ষণশীলরা জয়লাভ করেছে। প্রত্যাশিত ৩০ শতাংশ ভোট না পেলেও তারা প্রতিদ্বন্দ্বী দলগুলোর তুলনায় অনেক এগিয়ে রয়েছে। ২৩ ফেব্রুয়ারির এ নির্বাচনে বড় উত্থান হয়েছে কট্টর ডানপন্থি অল্টারনেটিভ ফর জার্মানির (এএফডি)। ২০ দশমিক ৮ শতাংথ ভোট পেয়ে তারা দ্বিতীয় স্থান লাভ করেছে, যা দলটির জন্য রেকর্ড। মেৎর্স এরই মধ্যে এএফডি র সঙ্গে কাজ করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। জার্মান রাজনীতিতে কট্টর ডানপন্থিদের সঙ্গে মূলধারার দলগুলোর জোট গঠনে একধরনের ‘অগ্নিপ্রাচীর’ বা নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু মেৎর্স-এর জন্য সবচেয়ে সম্ভাব্য জোটসঙ্গী, সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি), তাদের ইতিহাসের সবচেয়ে খারাপ ফলাফল করে মাত্র ১৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে। দলটির নেতা বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলৎজ এই ফলাফলকে ‘তীব্র পরাজয়’ বলে স্বীকার করেছেন এবং তিনি জোট আলোচনায় অংশ নেবেন না বলে জানিয়েছেন। এ কারণে দুই দলের জোট সরকার গঠন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।