Wellcome to National Portal
  • btv 2-2
  • btv 3-2
  • 2024-12-31-08-41-daa79703d180d2d6e0a493b1a18e21fb
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের গণমাধ্যম এখন অনেক বেশি স্বাধীন-তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ


প্রকাশন তারিখ : 2019-02-19

   বর্তমান সরকারের সময়ে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের গণমাধ্যম অনেক বেশি স্বাধীন।

   আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সার্কভুক্ত দেশগুলোর প্রেস কাউন্সিল প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ এ কথা বলেন।

   এসময় তথ্য সচিব আব্দুল মালেক, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ ও প্রেস কাউন্সিলের সদস্য মঞ্জুরুল আহসান বুলবুলসহ সার্কভুক্ত দেশের নেপাল ভুটান শ্রিলংকা ভারত ও তুরস্কের   প্রেস কাউন্সিল প্রধানগণ উপস্থিত ছিলেন।

   তথ্য মন্ত্রী বলেন, যুক্তরাজ্যের মত দেশে ভুল সংবাদ পরিবেশনের দায়ে সেই সংবাদ মাধ্যমকে জরিমানা গুনতে হয়েছে।

   তিনি বলেন, যুক্তরাজ্যের শতবর্ষী একটি পত্রিকা ভুল সংবাদ পরিবেশনের কারণে বন্ধ হয়ে গেছে।

   কিন্তু, বাংলাদেশে এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে উল্লেখ করেন মন্ত্রী।