Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ এপ্রিল ২০১৯

ব্রুনেই এর সুলতান হাজি হাসানাল বলখিয়ার আমন্ত্রণে আগামী ২১ থেকে ২৩শে এপ্রিল পযর্ন্ত ব্রুনেই সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রকাশন তারিখ : 2019-04-18

ব্রুনেই এর সুলতান  হাজি হাসানাল বলখিয়ার আমন্ত্রণে আগামী ২১ থেকে ২৩শে এপ্রিল পযর্ন্ত ব্রুনেই সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আবদুল মোমেন।

   তিনি বলেন,  প্রধানমন্ত্রীর এ সফরে কৃষি ও জ্বালানী খাতে সাতটি সমঝোতা স্মারক সই হবে।

   পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধা্নমন্ত্রীর এ  সফর দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি জ্বালানী, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, খাদ্য, বিমানযোগাযোগ, মানবসম্পদ উন্নয়ন, পযর্টন ও কারিগরি সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে বিশেষ অবদান রাখবে ।

   রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রসঙ্গ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধা্নমন্ত্রীর এ সফর বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যূতে ব্রুনেই ও আশিয়ানভুক্ত দেশগুলোর কার্য্কর সমর্থন আদায়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ।