প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।
প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে সোমবার জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে ট্রাম্প প্রশাসন।
২০১৫ সালে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুক্তরাষ্ট্রসহ একশো ৮৮ টি দেশ প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষর করে।
চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট দেশগুলো তাপমাত্রা বৃদ্ধির হার শিল্পায়ন পূর্ব সময়ের তাপমাত্রার উপরে দুই ডিগ্রী সেন্টিগ্রেডের নিচে রাখার অঙ্গিকার করে এবং এই তাপমাত্রা বৃদ্ধির হার এক দশমিক পাঁচ ডিগ্রী সেন্টিগ্রেডের নীচে রাখতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও তা কার্য্করে এক বছর সময় লাগবে।
এদিকে, যুক্তরাষ্ট্র জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার প্রক্রিয়া শুরু করায় হতাশা ব্যক্ত করেছে পৃথিবীর বিভিন্ন দেশ।