যথাযোগ্য মর্যাদায় আজ সারাদেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে শ্রদ্ধাবনত চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে সমগ্র বাঙালি জাতি। বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলা শহীদ মিনারগুলোতে একুশের প্রথম প্রহর থেকেই শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ ভিড় করে।
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা।