Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ এপ্রিল ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও লোটে শেরিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ ও ভুটানের মধ্যে পাঁচটি সমঝোতা স্বারক সই।


প্রকাশন তারিখ : 2019-04-13

  স্বাস্থ্য, কৃষি, জাহাজ চলাচল, পর্যটন ও জনপ্রশাসন প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতা জোরদারে ঢাকা ও থিম্পুর মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক   স্বাক্ষরিত হয়েছে।

  সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে  দু’দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার পরে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  প্রথম সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় বিপিএটিসি এবং ভুটানের রয়্যাল ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মধ্যে।

    পরে স্বাক্ষরিত হয় দ্বিপক্ষীয় বাণিজ্যে পরিবহন এবং ট্রানজিট কার্গো চলাচলে অভ্যন্তরীণ জলপথ ব্যবহারের বিষয়ে।

  বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং রাজকীয় ভুটান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে অপর সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

  কৃষি বিষয়ে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং ভুটানের কৃষি ও বন মন্ত্রণালয়ের অধীন কৃষি বিভাগের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন দু’দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

পাশাপাশি, দু’দেশের মধ্যে পর্যটন খাতে সহযোগিতা বিষয়ে ভুটানের পর্যটন কাউন্সিল এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে প্রধানমন্ত্রীর কাযালয়ে বাংলাদেশ ও ভূটানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

  আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অন্যদিকে ভূটানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সে দেদেশের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং।

   দুই প্রধানমন্ত্রীর ‍নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠকে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

  এর আগে একান্তে বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী।

  দ্বিপাক্ষিক বৈঠক ও চুক্তি স্বাক্ষরের পর সার্বিক বিষয়ে ব্রিফ করেন পররাষ্ট্র সচিব এম. শহিদুল হক। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসময় উপস্থিত ছিলেন।

  ব্রিফিংয়ে জানানো হয় বাংলাদেশ ও ভুটান দুই দেশের বাজারে বেশ কিছু পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশেধিকার দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে ।

 পররাষ্ট্র সচিব আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ও  ভুটানের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর ও দৃঢ় হচ্ছে।