Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মার্চ ২০২১

দেশের পথে মেট্রোরেলের প্রথম কোচ। পৌঁছাবে আগামী মাসে


প্রকাশন তারিখ : 2021-03-05

এপ্রিলেই দেশে আসছে বহুল প্রতীক্ষিত উত্তরা-মতিঝিল মেট্রোরেলের প্রথম কোচ। ইতোমধ্যে জাপানের কোবে বন্দর থেকে বাংলাদেশের পথে রয়েছে কোচ বহনকারি জাহাজ। স্টেইনলেস স্টিল দিয়ে বগিগুলো তৈরি করা হয়েছে। এর ভেতরে যেমন সিসিটিভি ক্যামেো রয়েছে, বাইরের অংশেও কিছু ক্যামেরা সংযুক্ত থাকবে। অনেকটা স্বয়ংক্রিয়ভাবে চলমান এই ট্রেনে ক্যামেরাগুলো যাত্রীদের নিরাপদ আরোহন ও ট্রেন থেকে নামার বিষয়টি নিশ্চিত করার কাজে করবে। প্রতিটি কারে থাকবে দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। ২৩শে এপ্রিলে ছয় বগির এই কোচ দেশে পৌঁছাতে পারে বলে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম.এ.এন সিদ্দিক।   তিনি বলেন, পর্যায়ক্রমে বাকি ট্রেনগুলোও দেশে চলে আসবে। ট্রেনগুলো প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে ট্রায়াল রান দ্রুত শুরু করা হবে বলে তিনি জানান।   এম.এ.এন ছিদ্দিক বলেন, মেট্রোরেলের ট্রেনের ট্রায়াল রান শুরু করতে ইতোমধ্যে পাঁচটি স্টেশন প্রস্তুত করা হয়েছে। ডিপো এলাকায় ট্রেনগুলো রাখা ও রক্ষণাবেক্ষণের জন্যও পর্যাপ্ত অবকাঠামো গড়ে তোলা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর মেট্রোরেলের যাত্রা শুরু হবে বলে তিনি জানান।