Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd নভেম্বর ২০২৩

হামাসের সাথে যুদ্ধবিরতি বিলম্বিত করছে ইসরায়েল


প্রকাশন তারিখ : 2023-11-23

সাত সপ্তাহের নৃশংস এবং রক্তাক্ত যুদ্ধ থামানোর জন্য একটি যুগান্তকারী চুক্তি স্থগিত করে ইসরায়েল বলেছে, চার দিনের গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি অন্তত শুক্রবার পর্যন্ত শুরু হবে না।ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবি ইঙ্গিত দিয়েছেন যে, হামাসের হাতে বন্দী অন্তত ৫০ জন ইসরায়েলি ও বিদেশী জিম্মির মুক্তির প্রক্রিয়া চলছে। তবে শুক্রবার পর্যন্ত তা হবে না।তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমাদের জিম্মিদের মুক্তির জন্য যোগাযোগ ক্রমাগত অগ্রসর হচ্ছে এবং অব্যাহত রয়েছে।’‘মুক্তির শুরুটি উভয় পক্ষের মধ্যে মূল চুক্তি অনুযায়ী হবে, শুক্রবারের আগে নয়।’একজন দ্বিতীয় ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, প্রত্যাশা অনুযায়ী বৃহস্পতিবার যুদ্ধ থামবে না।প্রিয়জনদের বাড়ি ফেরার অপেক্ষায় মরিয়া পরিবারগুলো এবং ৪৭ দিনের যুদ্ধ ও ধ্বংসের অবসানের জন্য প্রার্থনারত দুই মিলিয়নেরও বেশি গাজাবাসীর জন্য এই বিলম্ব একটি বড় আঘাত।জটিল এবং সতর্কতার সাথে কোরিওগ্রাফ করা চুক্তিটি দেখেছে ইসরায়েল এবং এতে হামাস যোদ্ধারা চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই চুক্তির অধীনে ৭ অক্টোবরের হামলার সময় হামাসের হাতে আটক কমপক্ষে ৫০ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে।