দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ৫৩৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে।আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে মৃত্যু বেড়েছে। তবে কমেছে নতুন রোগী শনাক্ত ও শনাক্তের হার। আগের দিন ৩ হাজার ৯২৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল ১৫ জনের।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ২৪। আগের দিন এ হার ছিল ১২ দশমিক ২০।সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯০৭ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন।