উত্তর কোরিয়া বুধবার দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ সপ্তাহের শেষের দিকে ওয়াশিংটন ও পিয়ংইয়ং স্থবির হয়ে পড়া পরমাণু আলোচনা ফের শুরু করবে এমন ঘোষণার একদিন পর দেশটি এ পরীক্ষা চালালো।
টোকিও জানায়, এ দুই ক্ষেপণাস্ত্রের একটি জাপানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলের জলসীমায় গিয়ে পড়ে। এটি কি ধরনের ক্ষেপণাস্ত্র ছিল তা জানা যায়নি। তবে এরআগে উত্তর কোরিয়া স্বল্প-পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফস অব স্টাফ জানান, উত্তর কোরিয়ার উনসান উৎক্ষেপণ কেন্দ্র থেকে পরীক্ষা চালানো এ দু’টি ক্ষেপণাস্ত্র পূর্ব সাগরে (জাপান সাগর) গিয়ে পড়ে।